Logo Logo

ভোলার লালমোহনে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত


Splash Image

ভোলার লালমোহনে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...