Logo Logo

অত্যন্ত সংকটাপন্ন অবস্থা

হাদিকে দেখতে হাসপাতালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী


Splash Image

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।


বিজ্ঞাপন


বুধবার তিনি সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে হাদির চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, একই দিন রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ফোনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হাদির চিকিৎসা কার্যক্রম ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেন। ফোনালাপে তিনি জানান, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এদিকে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...