Logo Logo

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদের দিনাজপুরের বাড়িতে আগুন


Splash Image

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শহীদ শরিফ ওসমান হাদিকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জান জানান, ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...