বিজ্ঞাপন
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া মাঠে এ ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক সালথা বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ মোল্যা এবং সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়নের মোট ৪০ জন পেঁয়াজ চাষির মাঝে এক বছর মেয়াদি কৃষিঋণের চেক বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের কৃষিঋণ কার্যক্রম চাষিদের উৎপাদন ব্যয় মেটাতে সহায়ক হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, কৃষকদের সহজ শর্তে ও সময়মতো কৃষিঋণ প্রদান করলে কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...