Logo Logo

সরাইল থেকে মনোনয়ন পত্র উত্তোলন করলেন রুমিন ফারহানার সমর্থকরা


Splash Image

সমর্থকরা উচ্ছ্বাস আর আনন্দ মিছিল নিয়ে বুধবার (২৪ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচন অফিসের বাহিরে শত শত কর্মী সমর্থকরা স্লোগান দিতে দেখা যায়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি নেতৃত্বাধীন জোটের সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেখানে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। আসন সমঝোতা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ যে ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করার বিষয়টি আগে থেকেই স্পষ্ট করেছিলেন। মনোনয়ন পত্র উত্তোলনের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি আরো নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...