Logo Logo

বিলাইছড়িতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ ও লিফলেট বিতরণ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিলাইছড়ি উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তিনি বিলাইছড়ি বাজারে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ শেষে অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন। এরপর তিনি ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী ও সাক্রাছড়ি মুখপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিকালে পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশে অংশগ্রহণের পাশাপাশি হাজাছড়িতে এক পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। শান্তি, উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনীষ দেওয়ান, বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুম, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, জেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রার্থীর এ গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এবং নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...