বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার মৃত আমিনের ছেলে মো. সুমন (৩২) এবং সেনবাগ উপজেলার মধুপুর গ্রামের মৃত আলী আহমদের ছেলে বাবলু (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ'র নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে সুমন ও বাবলুকে ১ লিটার চোলাইমদসহ হাতেনাতে আটক করা হয়। তারা সেখানে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বেগমগঞ্জ উপজেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...