বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা প্রতিবন্ধী ভোটারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, ফরিদপুর জেলায় প্রায় ৬ হাজার প্রতিবন্ধী ভোটার রয়েছেন। কিন্তু ভোটকেন্দ্রের অবকাঠামোগত সমস্যার কারণে তাদের অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ভোটকেন্দ্রের ওপরের তলায় গিয়ে ভোট দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এই সমস্যা নিরসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ভোটারদের জন্য ভোটকেন্দ্রের নিচতলায় বিশেষ ব্যবস্থা করা এবং তাদের জন্য আলাদা ও অগ্রাধিকার লাইন নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএসকেনের (BSKEN) কো-অর্ডিনেটর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী প্রতিনিধি আইভী ফাউজিয়া সমাপ্তি, শামসুল আলম, জসিম মাতব্বর ও সুশান্ত কুমার রায়। অনুষ্ঠানে আরও একাত্মতা প্রকাশ করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পুত্র আশিয়ান আহমেদ।
বক্তারা নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। সমাবেশে জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...