Logo Logo

ফরিদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুত তাওয়াবের গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) শহরের বদরপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগকালে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় অধ্যাপক আবদুত তাওয়াব বলেন, “আমি নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করব। জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা রাজপথে থাকব।” তিনি দুর্নীতিমুক্ত সমাজ ও গণমুখী জনপ্রশাসন গড়ে তোলারও প্রতিশ্রুতি প্রদান করেন।

গণসংযোগকালে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন। প্রচারণাকালে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...