বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ কাঁটাখালী বাজারে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মোস্তফা গাজী বলেন, “আওয়ামী লীগের সরকারের পতনের পর বিএনপির কতিপয় নেতা সন্ত্রাসী শফি ও তার বাহিনীকে প্রশ্রয় দিয়ে দখলবাজী, চাঁদাবাজী করে চলেছে। এমন কোনো অপকর্ম নেই যা শফি বাহিনী করে না। তাদের হাতে এলাকায় কেউ নিরাপদ নয়। ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছে।”
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, “সন্ত্রাসী শফি বাহিনীর হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আঁধারে যে কাউকে গলা কেটে দিতে পারে। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি।”
ইমরান সরদার বলেন, “চাঁদার টাকা না দেয়ায় গত ৭ তারিখ রাতে শফি ও তার বাহিনী আমাদের বাড়িতে এসে আমার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত ৮ জুন সন্ত্রাসী শফির বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগীদের বাড়ি ও দোকানে আগুন দেয়।”
রেহানা বেগম বলেন, “আমরা নারীরা শফি বাহিনীর কাছে নিরাপদ নই। রাতের আঁধারে আমাদের গলায় ছুরি ধরে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বললে তাকে মেরে ফেলার হুমকি দেয়। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।”
চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা মোস্তফা গাজী, ইমরান সরদার, লতিফ গাজী, লুৎফর রহমান, মোহসীন মালী, আবু মুছা মালী, শাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম প্রমুখ।
-পাইকগাছা, খুলনা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...