Logo Logo

টাকা আদায়ের দাবীতে শত শত গ্রাহকদের বিক্ষোভ মিছিল


Splash Image

পাইকগাছা বীমার টাকা আদায়ের দাবীতে শত শত গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী আমিরুল ইসলামের আটকের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সরেজমিনে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকোটমারী গ্রামের মৃত সওকত গাজীর ছেলে পোষ্ট মাস্টার আমিরল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স পলিসি'র মাঠকর্মী। তিনি ভ্যাকোটমারী ও বেতবুনিয়া পতন আাবাসনের (গুচ্ছ গ্রাম) আাছিয়া, মুসলিমা, আয়রা বেগমসহ শতাধিক মহিলা গ্রাহকের নিকট থেকে বেশি মুনাফার লোভ দেখয়ে ১৬বছর মেয়াদী বিমা করান। মেয়াদ শেষ হলেও গ্রাহকদের টাকা তুলে দিতে তালবাহানা শুরু করেন। উপায় না-পেয়ে গ্রাহকারা চুকনগর বীমা অফিসে যেয়ে দেখেন তাদের কিস্তির কিছু টাকা জমা দিয়ে বাকি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

বীমার টাকা আদায়ের দাবীতে শনিবার দুপুর বেতবুনিয়া মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য আছিয়া বেগম বলেন, প্রতি বছর আমাদের নিকট থেকে কিস্তির টাকা নিয়েছ আমিরুল। কিন্তু আমরা অশিক্ষিত হওয়ায় আমাদের ভুয়া রিসিভ দিয়ে নিজে টাকা আত্মসাৎ করেছে।

মুসলিমা বেগম বলেন, আমার বীমা ১৬ বছর পূর্ণ হয়েছে কিন্তু অফিসে টাকা উত্তলন করতে যেয়ে দেখি মাত্র ৫ কিস্তির টাকা জমা দিয়েছন। বাকি টাকা মাঠ কর্মী আমিরুল ইসলাম মেরে দিয়েছেন।

ফনি বিবি জানান, আমি আমিরুলসহ বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে যটাকা পায় তার থেকে বাচিয়ে একটা বিমা করেছি। সেই টাকা আমিরুল অফিসে জমা নাদিয়ে আত্মসাৎ করেছে। আমরা এখন কি করবো? কার কাছে যাব?

-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...