Logo Logo

চাঁদা না পেয়ে ফলবাগান ধ্বংস, কসবায় জমি নিয়ে উত্তেজনা


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ফলদবাগান ধ্বংসের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত শুক্রবার (১৩ জুন) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ নিবড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী পরিবারের সদস্য সুমন মিয়া জানান, প্রতিবেশী গোলাম হোসেন তাদের জমি দখল করতে চান। চাঁদা না দেওয়ায় গোলাম হোসেন ও তার সহযোগীরা দিনদুপুরে বাগানে হামলা চালিয়ে কলা ও কাঁঠালের গাছ কেটে ফেলেন। তিনি বলেন, “চাঁদা না দিলে গাছ কেটে দেয়, ফসল নষ্ট করে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিন বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছি এবং পুলিশকে খবর দিয়েছি। পুলিশ গোলাম হোসেনকে আটক করলেও মামলা না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।”

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, “ক্ষতিগ্রস্ত পক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।”

এদিকে অভিযুক্ত গোলাম হোসেনের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

-মোঃ খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...