ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে নেতৃত্ব হারানোয় বিস্মিত হয়েছিলেন অনেকেই। কারণ, নাজমুল হোসেন শান্ত নিজেই চেয়েছিলেন টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণের নেতৃত্ব কাঁধে রাখতে। তবে হঠাৎ করেই সাদা বলের নেতৃত্ব চলে যাওয়ায় অনেকের ধারণা, তিনি সন্তুষ্ট নন বোর্ডের সিদ্ধান্তে। এমনকি গুঞ্জন উঠেছে, শিগগির টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন শান্ত। গল টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়ে আলোচনার কেন্দ্রে থাকা এই বাঁহাতি ব্যাটার অবশেষে মুখ খুললেন নেতৃত্ব নিয়ে।
কলম্বো টেস্টের আগে অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নে শান্ত বলেন, “আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই।”
নেতৃত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানান শান্ত। গলে টানা দুটি সেঞ্চুরি করে ১৬তম অধিনায়ক হিসেবে এমন কীর্তি গড়ার পরও নেতৃত্ব ছেড়ে দেওয়ার ভাবনা আসেনি বলে জানান তিনি। শান্ত বলেন, “সবচেয়ে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না, এ মুহূর্তে এরকম কোনো কিছু পরিকল্পনা নেই।”
ভালো খেলে নেতৃত্ব ছাড়ার কিংবা খারাপ খেলে টিকে থাকার মতো মানসিকতা তার নেই বলেও জানালেন শান্ত। তার ভাষায়, “ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। দলের ভালো হবে, এমন কিছু হলেই সেটা করা হবে।”
বাইরের আলোচনা-সমালোচনা থেকে দল ও ম্যাচকে দূরে রাখতে চান শান্ত। তাই সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে। আমি আশা করব, এটা কীভাবে ভালো খেলা যায়, সেটা নিয়ে চিন্তা করতে।”
সবমিলিয়ে গুঞ্জনের ভেতর দাঁড়িয়েও শান্তর মনোযোগ এখন শুধু কলম্বো টেস্টে—লড়াইয়ে নামার প্রস্তুতিতেই ব্যস্ত বাংলাদেশের অধিনায়ক।