Logo Logo
খেলা

ভারতীয় দলের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলী


Splash Image

ছবি: সংগৃহীত।।

ভারতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলী। গম্ভীরকে আরও সময় দেওয়ার পক্ষে থেকেও নিজেকে ভবিষ্যতের সম্ভাব্য কোচ হিসেবে ভাবছেন ভারতের সাবেক অধিনায়ক।


বিজ্ঞাপন


ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী। এক সময় বিসিসিআই ও সিএবির সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করা গাঙ্গুলী ফের মাঠে ফিরতে চান ভিন্ন ভূমিকায়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অবসর নেওয়ার পর কিছু দায়িত্ব পালন করেছি। সিএবির সভাপতি হয়েছি, বিসিসিআই সভাপতি হয়েছি। তখন সময় পাইনি। জানি না ভবিষ্যতে কী হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।”

তবে বর্তমানে ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করা গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার পক্ষে নন তিনি। বরং গম্ভীরের প্রশংসা করে সৌরভ বলেন, “ও ভালোই কাজ করছে। শুরুটা হয়তো দারুণ হয়নি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখন ইংল্যান্ড সিরিজ চলছে। এই সিরিজটা গম্ভীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।”

গম্ভীরকে কাছ থেকে দেখার সুযোগ না হলেও তার আবেগ, সরলতা ও স্পষ্টভাষী আচরণের প্রশংসা করেন সৌরভ। তিনি বলেন, “খুব কাছ থেকে তো দেখিনি। তবে ক্রিকেট নিয়ে গম্ভীর ভীষণ আবেগপ্রবণ। একসঙ্গে কাজ করিনি, তাই কৌশল সম্পর্কে বলা কঠিন। তবে মানুষ হিসেবে দুর্দান্ত। আমাকে বা দলের সিনিয়রদের শ্রদ্ধা করত।”

গম্ভীরের আরও সময় পাওয়া উচিত বলেও মত দেন গাঙ্গুলী। তিনি বলেন, “গম্ভীরকে একই রকম আবেগপ্রবণ মনে হচ্ছে। একদম সোজাসাপ্টা, সব বিষয়ে স্বচ্ছ। সমাজ, দল, ক্রিকেটার—সব বিষয়েই কথা বলে। বাইরে থেকে দেখে মনে হয়, খুব সোজাসাপ্টা মানুষ। ওর জন্য সব সময় আমার শুভেচ্ছা থাকবে। সকলের মতো গম্ভীরও শিখবে এবং এগিয়ে যাবে।”

রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়দের মতো ভারতীয় তারকারা কোচের ভূমিকায় সফল হওয়ার পর সৌরভের আগ্রহও তাতে যুক্ত হলো আরও একবার। আগে থেকেই কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, এবারও সেই আগ্রহ পুনর্ব্যক্ত করলেন। বর্তমানে আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত আছেন সৌরভ গাঙ্গুলী।

সুযোগ পেলে ভবিষ্যতে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তিনি—এটা স্পষ্ট করেই জানিয়ে দিলেন ‘প্রিন্স অব কলকাতা’।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম