Logo Logo

বেহাল সড়ক সংস্কারে জামালগঞ্জে মানববন্ধন, আন্দোলনের হুমকি


Splash Image

ছবি-জামালগঞ্জে মানববন্ধন

“ভাটির রাজধানী” নামে পরিচিত সুনামগঞ্জ জেলার সবচেয়ে অনুন্নত উপজেলা জামালগঞ্জ। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার সঙ্গে বর্ষায় নাও আর হেমন্তে পায়ে হেঁটে যোগাযোগ করতে হয় অনেক সময়।


বিজ্ঞাপন


“ভাটির রাজধানী” নামে পরিচিত সুনামগঞ্জ জেলার সবচেয়ে অনুন্নত উপজেলা জামালগঞ্জ। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার সঙ্গে বর্ষায় নাও আর হেমন্তে পায়ে হেঁটে যোগাযোগ করতে হয় অনেক সময়। এমন প্রেক্ষাপটে জামালগঞ্জের দুইটি গুরুত্বপূর্ণ সড়ক— জামালগঞ্জ-রূপাবালী এবং জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বেলা ১১টায় জামালগঞ্জ সিএনজি, ইজিবাইক ও মোটর সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালগঞ্জ ইজিবাইক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন ও ছাত্র প্রতিনিধি হাসান আল মাছুম।

মানববন্ধনে কী বলা হলো?

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যায় জেলার সঙ্গে সরাসরি যোগাযোগের রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়। মাঝে মাঝে কিছুটা মেরামত করা হলেও রাস্তার অবস্থা যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। অসংখ্য খানাখন্দে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এক যাত্রী দুর্ঘটনায় নিহতও হন।

গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটছে। বক্তারা আরও বলেন, স্থানীয় সংবাদমাধ্যম বারবার সংবাদ প্রকাশ করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। তারা দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশ নেন যাঁরা

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, বিএনপি নেতা জুলফিকার চৌধুরী রানা, সামছুজ্জামান ধন মিয়া, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী নেতা রেজাউল করিম কাপ্তান, ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমদ, মোটরবাইক সমিতির সভাপতি রিপন মিয়া, সিএনজি লেগুনা সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরকার, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী এবং নোওয়াগাঁও বাজার, লালবাজার ও মান্নানঘাটের ইজিবাইক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।

প্রশাসনের আশ্বাস

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন,

“রাস্তার বেহাল অবস্থায় আমরাও যেমন দুর্ভোগে, তেমনি জনগণও ভোগান্তিতে পড়ছে। এর সমাধানে ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে এবং আরও বড় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন,

“আমি যোগদানের পর কিছুটা সংস্কার করেছি। ইতোমধ্যে বিষয়টি চিফ ইঞ্জিনিয়ারকে অবগত করা হয়েছে। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করছি আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু হবে।”

এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান,

“আগামী অর্থবছরে জামালগঞ্জ-রূপাবালী ও জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়ক অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।”

-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...