বিজ্ঞাপন
কোন বিজ্ঞাপন ভিডিওতে দেখানো হবে, আর কোনটি হবে না।
ফেসবুকের নতুন এই ফিচারের মাধ্যমে নির্মাতারা চাইলে জুয়া, অ্যালকোহল বা অনৈতিক কোনো ক্যাটাগরির বিজ্ঞাপন ব্লক করে দিতে পারবেন। শুধু ক্যাটাগরি নয়, নির্দিষ্ট কিছু পেইজের বিজ্ঞাপনও বন্ধ করা যাবে, যেগুলোর কনটেন্ট দর্শকদের জন্য অনুপযুক্ত মনে হবে।
এই সুবিধা পেতে নির্মাতাদের ফেসবুক পেজের Monetization Settings-এ যেতে হবে। সেখানে Block List অপশন থেকে পছন্দ অনুযায়ী ক্যাটাগরি বা পেইজ ব্লক করে দিলেই সেই বিজ্ঞাপনগুলো ভিডিওতে আর আসবে না। এটি খুব সহজেই সক্রিয় করা যায় এবং পুরো বিষয়টি নির্মাতাদের হাতে।
ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ফিচার বিশেষ গুরুত্বপূর্ণ। ইসলামী শরীয়াহ মতে, জুয়া, মদ, অশ্লীলতা কিংবা হারাম পণ্য-সেবার প্রচার বা এমন আয় সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কোনো ব্যক্তি যদি নিজের অজান্তেই এসব পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করেন, তবে সেটিও ইসলামী শরীয়াহ অনুযায়ী হারাম আয় হিসেবে গণ্য হয়।
বিভিন্ন ইসলামী স্কলাররা দীর্ঘদিন ধরে এই নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন। কারণ, অনেক ইসলামি বা পারিবারিক কনটেন্ট নির্মাতার ভিডিওতে জুয়া বা অ্যালকোহল সম্পর্কিত বিজ্ঞাপন চলে আসত, যা নির্মাতাদের আয়কে 'হারাম' করে তুলত। সেই দিক থেকে ফেসবুকের এই উদ্যোগ প্রশংসনীয়, কারণ এখন নির্মাতারা নিজ উদ্যোগেই হারাম আয় থেকে নিজেদের রক্ষা করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচারের ফলে ইসলামী মূল্যবোধসম্পন্ন নির্মাতারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে কনটেন্ট তৈরি করতে পারবেন। পাশাপাশি পারিবারিক কনটেন্ট, শিশুতোষ ভিডিও কিংবা নৈতিক শিক্ষামূলক ভিডিওর নির্মাতারাও অনেক উপকৃত হবেন।
ফেসবুক জানিয়েছে, এই ফিচার ধাপে ধাপে সব নির্মাতাদের জন্য চালু করা হবে। নির্মাতারা এখন থেকে নিজেদের মনিটাইজড ভিডিওতে পুরোপুরি 'হালাল' ও নির্ভরযোগ্য আয়ের পথ নিশ্চিত করতে পারবেন।