Logo Logo

স্মার্টফোনের দামে বড় ছাড়, আমদানি শুল্ক কমলো ৬০ শতাংশ


Splash Image

দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে আমদানিকৃত মোবাইল ফোনের ওপর বিদ্যমান শুল্ক এক ধাক্কায় ৬০ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডিজিটাল সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করতে সরকারের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বর্তমানের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, “সরকারের এই জনবান্ধব উদ্যোগের ফলে দেশের নাগরিকরা আরও সুলভে ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাবেন।”

এনবিআরের হিসাব অনুযায়ী, নতুন শুল্ক কাঠামোর কারণে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানিকৃত স্মার্টফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। মূলত, আমদানিতে কাস্টমস ডিউটি হ্রাসের ফলে মোট শুল্কের বোঝা ৬০ শতাংশ কমেছে। এতে বৈধ পথে মোবাইল ফোন আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন এবং বাজারে অবৈধ হ্যান্ডসেটের প্রবেশও কমবে বলে আশা করা হচ্ছে।

শুল্ক হ্রাস শুধুমাত্র আমদানি পর্যায়ে সীমাবদ্ধ নয়; দেশীয় মোবাইল সংযোজন শিল্পের সুরক্ষার বিষয়টিও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে, এজন্য মোবাইল ফোন সংযোজনের কাঁচামাল বা উপকরণ আমদানিতেও কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশীয় উপকরণ আমদানি শুল্ক প্রায় ৫০ শতাংশ কমেছে। ফলে দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমবে।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, মোবাইল ফোন আমদানি ও উৎপাদন পর্যায়ে এই শুল্ক সুবিধার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল প্রযুক্তির প্রসার ত্বরান্বিত করা। সরকারের মতে, মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে ইন্টারনেট ব্যবহারের হার আরও বৃদ্ধি পাবে।

এনবিআর আরও জানিয়েছে, সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের কর ও শুল্ক ছাড় সংক্রান্ত উদ্যোগ অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...