Logo Logo
শিক্ষা

এসএসসি ফলাফলে ভরাডুবি! পাশের হার ৫০.০০ শতাংশ


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় এসএসসি ২০২৫ সালের ফলাফল গতবছরের চাইতে নিচে নেমেছে। গড় পাশের হার ৫০.০০ শতাংশ।


বিজ্ঞাপন


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার একমাত্র কেন্দ্রটিতে এবারের এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে বিলাইছড়ি উপজেলাধীন ৩টি ও রাঙ্গামাটি সদরের ১ টিসহ ৪ টি বিদ্যালয়ের মোট ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের ৮৩ জন( যার মধ্যে বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ জন রয়েছে) এবং রাঙ্গামাটি সদর উপজেলাধীন হাজার মানিক উচ্চ বিদ্যালয়ের ২১ জন পরীক্ষার্থী রয়েছে। এবং বিলাইছড়ি উপজেলার ৩টি বিদ্যালয়ের ২৯৮ জন পরীক্ষার্থী থেকে ১৪৯ জন উত্তীর্ণ এবং ১৪৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যার উপজেলার গড় পাশের হার ৫০.০০ শতাংশ। এর মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৪৭.৪৪ শতাংশ ও ফারুয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৫৬.৬৩ শতাংশ। তবে গতবছর উপজেলা থেকে একজন জিপিএ -৫ পেলেও এই বছর একজনও পাইনি। এবং ফারুয়া উচ্চ বিদ্যালয়টি দূর্গম এলাকায় হলেও কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী বরাবরের মতই উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়টিকে পিছনে ফেলে শীর্ষ স্থান ধরে রেখেছে। তবে গতবছরের তুলনাই তাদেরও এবারের ফলাফল আশানুরুপ খারাপ হয়েছে।

প্রসঙ্গত, গতবছর উপজেলার পাশের হার ছিলো ৬৭.২১ শতাংশ। যার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৫৭.১৪ শতাংশ । এবং ফারুয়া উচ্চ বিদ্যালযের পাশের হার ছিলো ৮৯.৪৭ শতাংশ।

-অসীম চাকমা, বিলাইছড়ি প্রতিনিধি

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা