Logo Logo
বাংলাদেশ

ভালুকায় চা দোকানিদের পুনর্বাসনে উপজেলা ও পৌর প্রশাসনের নান্দনিক টি-স্টল উপহার


Splash Image

ময়মনসিংহের ভালুকায় যানজট ও জনদুর্ভোগ কমাতে মহাসড়কের পাশ থেকে অবৈধ চা দোকানগুলো সরিয়ে দেয় উপজেলা প্রশাসন। তবে শুধুমাত্র উচ্ছেদে থেমে না থেকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় প্রশাসন।


বিজ্ঞাপন


পুনর্বাসনের অংশ হিসেবে সেই চা দোকানিদের জন্য নির্মিত নান্দনিক টি-স্টল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ২৬ জন চা দোকানির মাঝে এসব টি-স্টল হস্তান্তর করা হয়। মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে তারা এই স্টলগুলো পেয়েছেন। চা দোকানিরা যেন নতুন এই দোকানগুলোকে পরিচ্ছন্নভাবে ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন, সেই আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্টল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জায়েদা ফেরদৌসী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “উচ্ছেদের পর দোকানিরা বেকার হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনায় তাদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে দোকানগুলো দেওয়া হয়েছে। তারা যেন এসব দোকান পরিচ্ছন্ন রাখে, সাজিয়ে-গুছিয়ে পরিচালনা করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, ভালুকা পৌরসভার বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ চা দোকানগুলো দীর্ঘদিন ধরে যানজট ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। জনস্বার্থে এসব দোকান উচ্ছেদ করা হলেও, ক্ষতিগ্রস্ত দোকানিদের কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখেই পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়। পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় সুদৃশ্য টি-স্টলগুলো।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও সামাজিক সংগঠনগুলো। তারা বলছেন, এটি একাধারে জনসেবামূলক, মানবিক ও শৃঙ্খলা রক্ষায় কার্যকর একটি পদক্ষেপ।

প্রতিবেদক - সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা, ময়মনসিংহ।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ