Logo Logo
অপরাধ

আলোচিত তিন খুন মামলার প্রধান আসামি গ্রেফতার


Splash Image

ময়মনসিংহের ভালুকায় সংঘটিত আলোচিত তিন খুন মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পর থেকেই নজরুল পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য ভালুকা মডেল থানার চারটি টিম একযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জয়দেবপুর থেকে নজরুলকে গ্রেফতার করে একটি টিম।

উল্লেখ্য, উল্লেখ্য, সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় নজরুল ইসলাম তার বড় ভাইয়ের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) এবং ছেলে নিরব (২)–কে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন সকালে নাইট শিফট শেষে বাসায় ফিরে এসে স্বামী রফিকুল ইসলাম ঘরের ভেতরে ঢুকে স্ত্রীর ও দুই সন্তানের রক্তাক্ত নিথর দেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো একটি দা উদ্ধার করে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হয়।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা