Logo Logo
বাংলাদেশ

ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরেকজন


Splash Image

ময়মনসিংহের ভালুকা উপজেলার বর্তা পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে মো. জাবেদ আহম্মেদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই মো. সাদিক আহম্মেদ (৭) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


মৃত জাবেদ আহম্মেদ বর্তা পশ্চিমপাড়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে এবং আহত সাদিক আহম্মেদ একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কয়েকজন শিশু একত্র হয়ে গোসলের জন্য গ্রামের এক পুকুরে নামে। তবে সাতার না জানায় জাবেদ ও সাদিক পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। আহত সাদিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আরও পড়ুন

কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত