বিজ্ঞাপন
মৃত জাবেদ আহম্মেদ বর্তা পশ্চিমপাড়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে এবং আহত সাদিক আহম্মেদ একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কয়েকজন শিশু একত্র হয়ে গোসলের জন্য গ্রামের এক পুকুরে নামে। তবে সাতার না জানায় জাবেদ ও সাদিক পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। আহত সাদিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...