Logo Logo

গ্রাম থেকে উঠে আসা রেফারি বা.ফু.ফের সদস্য!


Splash Image

একটা সময় ছিল, এলাকার যে কোন ফুটবল টুর্নামেন্টের খেলায় মিডফিল্ডে রাজত্ব মানেই রুবেল পাঠান,কিন্তু সময় বদলেছে...এখনো পুরো মাঠে রাজত্ব করেন তবে বল পায়ে নয় বাঁশি হাতে।


বিজ্ঞাপন


আজ সে নিজ অঞ্চল নরসিংদী জেলার মনোহরদীর গণ্ডি পেরিয়ে হয়ে উঠছে একজন যোগ্য ও উদীয়মান রেফারি — সবার চোখে এক অন্যরকম আলোর ঝলক,ইতিমধ্যেই তার সেরা নৈপুণ্য ও নিখুঁত রেফারির দায়িত্ব পালন করায় পুরস্কার স্বরুপ ২০২৪-২৫ সেশনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বা.ফু.ফে)কতৃক সদস্য পদ লাভ করেন।

ম্যাচের নিয়ম, সময়, সিগন্যাল — সব কিছুতেই তার নিখুঁত দখল। মাঠে দাঁড়িয়ে তিনি শুধু খেলা পরিচালনা করেন না, ফুটে ওঠেন ন্যায়ের প্রতীক হয়ে।

এই পথটা সহজ ছিল না — পাড়ার বাঁকা কথা, পরিবারে দোটানা, সুযোগের অভাব… তবু হার মানেনি।

আসুন আমরা সবাই মিলে তার এই যাত্রাকে সম্মান জানাই, যেন সে একদিন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের অঞ্চলের নাম উজ্জ্বল করতে পারে

-মো.এমরুল ইসলাম, মনোহরদী( নরসিংদী)প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...