ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের। এই ম্যাচের টসের পরই পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়। ঠিক কী কারণে জার্সি উন্মোচন বাতিল করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।
তবে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এর আগে পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
জানা গেছে, গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নাকভি। সেখানে বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ বিষয়ে সরকারের দিকনির্দেশনা নেওয়া হয়। সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখন পুরোপুরি দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...