বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে আবুল কাশেম অভিযোগ করেন, স্থানীয় খোরশেদ ঢালীর নেতৃত্বে রিপন খাঁ, সুমন খাঁ, আমিনুল, নাসিরসহ কয়েকজন ব্যক্তি তার বসতভিটার গাছ কাটার চেষ্টা করে জমি জবরদখলের পাঁয়তারা চালায়। ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহল মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে তার পরিবারকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় যুবলীগ নেতা রফিক ও খোরশেদ ঢালীর নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী তার জমি জোরপূর্বক দখল করে নেয়। ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে দলিলে জোরপূর্বক স্বাক্ষরও আদায় করা হয়। বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আবুল কাশেম ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তার পরিবারের সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...