বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে নাজমুল হক জানান, ভায়াবহ মৌজার ১৩৫ নম্বর দাগে ৩৬ শতাংশ জমি ক্রয় করে তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি তাদের বসতবাড়ির পাশে নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানির কাজ শুরু হয়। এ সময় ওই কোম্পানির মালিকের সঙ্গে তাদের জমি বিক্রি নিয়ে আলোচনা চলছিলো।
কিন্তু স্থানীয় প্রভাবশালী আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব উক্ত জমি দখলের পাঁয়তারা শুরু করেন। এমনকি ধ্রুব চৌধুরী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ করা হয়, পরে ভালুকা থানার এসআই মোশারফ হোসেন তাদের বাড়িতে গিয়ে নানাভাবে ভয়ভীতি দেখান এবং বলেন, “বাড়িঘর ছেড়ে চলে না গেলে মামলা দিয়ে সায়েস্তা করা হবে।”
নাজমুল হকের দাবি, বর্তমানে তারা পুলিশ ও প্রভাবশালী মহলের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। সংবাদ সম্মেলনে নাজমুল হকের বৃদ্ধা মা নাজমা আক্তার ও ছোট ভাই নাছির উদ্দিনও উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...