Logo Logo

বিপিএল ফিক্সিং ইস্যুতে মুখ খুললেন তামিম


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক ফিক্সিং ইস্যু নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও কিছু ক্রিকেটারের নাম উঠে আসলেও এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, “আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর সেটি যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তামিম। সম্প্রতি ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠক করতেও দেখা গেছে তাকে। সোমবার তিনি গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে, যেখানে তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর সুবিধা পরিদর্শন করেন।

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে তামিমের দৃষ্টিভঙ্গি ছিল প্রশংসনীয়। তিনি বলেন, “আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা আন-চ্যালেঞ্জড বা মহিলা—এই ট্যাগ আমি মানি না। যারা দেশকে প্রতিনিধিত্ব করেন তাদের পরিচয় একটাই হওয়া উচিত, তারা ক্রিকেটার।”

তিনি আরও যোগ করেন, “আমরা সবসময় বলি যে সবাই সমান। আমাদের দেশে যেমন বলে, বিদেশেও তেমন বলে। যদি সবাই সমান হয়ে থাকে, তাহলে এখানে ট্যাগ কেন? তাদের শুধু ক্রিকেটারই বলা উচিত।”

তামিমের এই বক্তব্য যেমন সমাজে সমতা ও সম্মানের বার্তা দেয়, তেমনি বিপিএলের ফিক্সিং ইস্যুতে দায়িত্বশীল অবস্থান নেওয়ার দিকও তুলে ধরে। এখন দেখার বিষয়, বিসিবি আনুষ্ঠানিকভাবে কীভাবে এ বিতর্কিত ইস্যুর সমাধান করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...