ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
২০২১ সালের ৭ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি। তবে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেন। সেই শূন্যস্থান পূরণ করে দুই নতুন পরিচালকসহ ১০ জন মিলে চলছে বর্তমান বোর্ড। মাঝপথে সভাপতি পরিবর্তনও হয়েছে—ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এই বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। তাই এখন ক্রিকেটাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু বিসিবি নির্বাচন।
ইতোমধ্যেই সভাপতি প্রার্থী হিসেবে কয়েকজনের নাম আলোচনায় এসেছে। তামিম ইকবাল, ফারুক আহমেদ ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আলোচনায় থাকলেও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক মাহবুব আনাম নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সম্প্রতি। তবে শেষ পর্যন্ত সভাপতি নির্ধারণে কাউন্সিলরদের ভোটই হবে মূল চাবিকাঠি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাব থেকে আসে ৭৬ জন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জনই ক্লাব ক্রিকেট থেকে নির্বাচিত হন।
সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু মনে করেন, সভাপতি হওয়ার আগে কারা পরিচালক হবেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এখন যে অবস্থায় রয়েছে সেখানে সভাপতি কে হবেন, তা বলার আগে ডিরেক্টর কে হবেন সেটি দেখতে হবে। এরপরই সভাপতি নির্ধারণ হবে।” একইসঙ্গে তিনি যোগ করেন, নির্বাচনে অংশগ্রহণ করা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, যে কেউ চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
মাহবুব আনামের প্রসঙ্গ টেনে বাবু বলেন, “তিনি দুই যুগ ধরে ক্রিকেট বোর্ডে কাজ করেছেন। অভিজ্ঞতায় তিনি সবচেয়ে এগিয়ে। যদিও নির্বাচন না করার সিদ্ধান্ত ব্যক্তিগত, তবুও তার অবদান অনস্বীকার্য।”
অন্যদিকে সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর নতুন ও অভিজ্ঞদের সমন্বয় দেখতে চান। তার ভাষায়, “ফ্রেশ ব্লাড আসুক এবং পুরনো অভিজ্ঞদের সঙ্গে মিলে কাজ করুক। এভাবে বোর্ড আরও শক্তিশালী হবে।” তামিম ইকবালের নাম প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সভাপতির পদটা শুধু প্রশাসনিক নয়, ক্রিকেট-সম্পর্কিতও। তামিমের আন্তর্জাতিক অর্জন ও পরিচিতি তাকে ভালো প্রার্থী করে তোলে।”
ফারুক আহমেদকে নিয়ে অবশ্য আলমগীরের সংশয় আছে। তার মতে, ফারুকের খুব বেশি কানেকশন বা অবস্থান নেই। তবে আমিনুল ইসলাম বুলবুলের নামও আলোচনায় শোনা যাচ্ছে। আলমগীরের প্রত্যাশা, অভিজ্ঞতা ও নতুন চিন্তার সমন্বয়ে একজন যোগ্য সভাপতি আসুক এবং ক্রিকেটকে আরও এগিয়ে নিক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...