Logo Logo

৫টি কাজ করে ফেসবুকে আয় বাড়ান


Splash Image

৫টি কাজ করে ফেসবুকে আয় বাড়ান

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটার মালিকানাধীন ফেসবুক। শুধু তাই নয়, ফেসবুক আয়ের অন্যতম একটি প্ল্যাটফর্ম। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি।


বিজ্ঞাপন


আপনার পেজ বা প্রোফাইল ফেসবুক মনিটাইজেশন হলে মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। কিন্তু ফেসবুক থেকে আয় করার প্রথম শর্তই হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল ফেসবুকের মনিটাইজেশন পেতে হবে। আগে এই মনিটাইজেশন পাওয়া সহজ হলেও এখন তা সোনার হরিণ।

তবে অনেকের মনিটাইজেশন পাওয়ার পরও আয় বাড়ছে না। ফেসবুকে আয় বাড়াতে আপনি কয়েকটি কাজ করতে পারেন। এতে ফেসবুক থেকে আয় করতে পারবেন আগের চেয়ে অনেক বেশি। আসুন দেখে নেওয়া যাক কী কী করবেন-

কনটেন্ট তৈরি ও ব্র্যান্ড বিল্ডিং

নিয়মিত মানসম্মত কনটেন্ট পোস্ট করতে হবে। ভিডিও, লাইভ, আর্টিকেল, রিলস নিয়মিত পোস্ট করুন পেজ বা অ্যাকাউন্টে। কি বিষয়ে কনটেন্ট বানাবেন তা ঠিক করুন। যেমন-ভ্রমণ, রান্না, টেক, শিক্ষা, রিভিউ ইত্যাদি। দর্শকদের সঙ্গে এনগেজমেন্ট বাড়ান- কোমেন্টের উত্তর দিন, লাইভ করুন। শেয়ারযোগ্য কনটেন্ট তৈরি করুন, যা দ্রুত ভাইরাল হতে পারে।

ডিজিটাল মার্কেটিং ও ব্যবসা প্রচার

শুধু মনিটাইজেশনের মাধ্যমে নয়, নিজের ব্যবসা বা অন্যের পণ্য-সেবার প্রচারের মাধ্যমেও ফেসবুক থেকে আয় সম্ভব। এটি কিন্তু খুব সহজ উপায় ফেসবুক থেকে আয় বাড়ানোর। আপনার ফলোয়ার বেশি হলে ব্র্যান্ড থেকে পেইড প্রমোশন পাওয়া যায়। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অর্থাৎ কোনো ব্র্যান্ড বা ই-কমার্স পণ্য প্রচার করে কমিশন পাওয়া যায়।

গ্রুপ ও কমিউনিটি ব্যবহার করা

নির্দিষ্ট বিষয়ভিত্তিক, যেমন-শিক্ষা, ফ্যাশন, ভ্রমণ গ্রুপ তৈরি করে সেটিকে বড় করে তুলুন। গ্রুপে সক্রিয় ফলোয়ার তৈরি হলে সেখানে বিজ্ঞাপন, প্রোডাক্ট প্রচার, বা কোর্স বিক্রি করে আয় সম্ভব।

ফেসবুক লাইভ ও ইভেন্টস

ফেসবুক লাইভ পণ্য প্রদর্শন করে বিক্রি করা যায়। অনলাইন কোর্স করাতে পারেন। কিংবা ফেসবুক ইভেন্টের মাধ্যমে টিকিট বিক্রি করা যায়। অনলাইন লাইভ শো করে দর্শকের কাছ থেকে আয় সম্ভব।

বিজ্ঞাপন সঠিকভাবে ব্যবহার করা

যদি ব্যবসা থাকে, ফেসবুক অ্যাড দিয়ে মার্কেটিং করলে বিক্রি ও আয় বাড়ানো যায়। অ্যাড ম্যানেজার ব্যবহার করে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করলে কম খরচে ভালো ফল পাওয়া সম্ভব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...