বিজ্ঞাপন
শনিবার (৩০ আগস্ট) দুপুরে পৌর শহরে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু। বক্তারা নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
এসময় উপস্থিত ছিলেন সায়েস্তা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আনিস মোল্লা, বায়রা ইউনিয়ন সভাপতি সুভাস সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিবেদক- মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...