Logo Logo

শিবপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী


Splash Image

নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকায় ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত স্বামী মো. হাসান মোল্লা (২৮) পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর গ্রামের শফিজ উদ্দিন মোল্লার ছেলে। পেশায় তিনি ট্রাকচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিউটি শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন হাসান। এ সময় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন।

হাসানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে, স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্ত নারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...