Logo Logo

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি মাসের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় অক্টোবরের প্রথম সপ্তাহ বলে জানানো হলেও তখন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। গত সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করার পর এবার নিশ্চিত হলো নির্বাচনের দিনক্ষণ। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে কার্যক্রম, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।

খসড়া তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমা এবং ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যদিও সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে, তবে ভোটগ্রহণের দিন ঠিক করা হয়েছে ৪ অক্টোবর। এবারের নির্বাচনে ভোটারদের জন্য সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিতির পাশাপাশি ই-ব্যালট ও ডাকযোগে ভোট দেওয়ার সুবিধা থাকছে।

বিসিবির নির্বাচন মূলত কাউন্সিলরদের ভোটে পরিচালিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাবগুলোর ভোটার সংখ্যা ৭৬ জন। বোর্ডের মোট ২৫ সদস্যের মধ্যে ১২ জন নির্বাচিত হন ক্লাব ক্রিকেট থেকে, ১০ জন আসেন বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে। পরবর্তীতে নির্বাচিত পরিচালকরাই ভোট দিয়ে সভাপতি নির্বাচন করে থাকেন।

এবারের নির্বাচনে নতুন করে বেশ কয়েকজন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যারা দুজনই হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। শোনা যাচ্ছে, তারা সভাপতি পদেও লড়াই করবেন। এ ছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রার্থী হতে পারেন, ফলে এবারের বিসিবি নির্বাচনে হেভিওয়েটদের লড়াই বেশ জমজমাট হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...