Logo Logo

গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন তামিম


Splash Image

নাটোরে তামিমের উপহার—দৃষ্টিনন্দন জামে মসজিদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল নিজ খরচে নাটোরে একটি জামে মসজিদ নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা গ্রামের মানুষ এখন নির্বিঘ্নে নামাজ আদায় করছেন।


বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মাঠের বাইরেও। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে তিনি নিজ খরচে একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণ করেছেন।

প্রান্তিক এ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে ভোগান্তির শিকার ছিলেন। কাছাকাছি কোনো পাকা মসজিদ না থাকায় মুসল্লিদের দূরপথ পাড়ি দিয়ে নামাজ পড়তে হতো। চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামের সঙ্গে আলোচনা করে তামিম এ উদ্যোগ নেন। তাইজুলের বাবার সহযোগিতায় এলাকাটি চিহ্নিত হয়, যেখানে জরুরি ভিত্তিতে একটি পাকা মসজিদের প্রয়োজন ছিল।

এর আগে সেখানে টিনের চালা ও ছনের বেড়ায় তৈরি ছোট্ট একটি মসজিদ ছিল। গ্রামবাসী একাধিকবার পাকা মসজিদ নির্মাণের চেষ্টা করলেও অর্থাভাবে তা সম্ভব হয়নি। একবার তোলা অর্থ আত্মসাৎ হওয়ার পর তাদের আশা আরও ক্ষীণ হয়ে যায়। শেষ পর্যন্ত তামিম ইকবাল এগিয়ে এসে সম্পূর্ণ ব্যয়ে আধুনিক ও সুন্দর মসজিদটি নির্মাণ করেন।

বর্তমানে গ্রামবাসী শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদিনের নামাজ আদায় করছেন। স্থানীয়রা জানালেন, তামিমের এ উদ্যোগ তাদের জীবনে নতুন আলো ছড়িয়েছে। এলাকার বাসিন্দা সাহিনুর ইসলাম, পাভেল প্রামাণিক, আব্দুল হান্নান সরকার ও মুয়াজ্জিন ইস্তুল প্রামাণিকসহ অনেকে তামিমের জন্য দোয়া করেন এবং তার মানবিকতাকে শ্রদ্ধা জানান।

মসজিদ কমিটির সভাপতি মো. সুলতান প্রামাণিক মিঠু বলেন, “তামিম ইকবাল শুধু ক্রিকেটেই নয়, সমাজসেবাতেও অনন্য উদাহরণ হয়ে উঠেছেন। আমরা দোয়া করি, তিনি যেন মানুষের কল্যাণে আরও কাজ করতে পারেন।”

তিনি আরও জানান, টিনের মসজিদ ভেঙে আধুনিক সুবিধাসম্পন্ন জামে মসজিদ নির্মাণ করায় তামিম গ্রামবাসীর অকৃত্রিম ভালোবাসা ও দোয়া অর্জন করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...