Logo Logo

মুকসুদপুরে পোনামাছ অবমুক্ত


Splash Image

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


২০২৫-২৬ অর্থবছরের এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলার ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩ কেজি দেশীয় প্রজাতির পোনামাছ ছাড়েন কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন আইএফএফএস প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক খায়রুল ইসলাম পাভেল, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইয়্যেদুল ইসলাম ভূইয়া এবং গোপালগঞ্জ জেলা খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা প্রমুখ।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মৎস্য সম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...