Logo Logo

ঝালকাঠির সকল নদীতে মধ্যরাত থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু


Splash Image

পদ্মা-মেঘনাসহ ইলিশের বিচরণ রয়েছে এমন নদ-নদীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই নির্দেশ মোতাবেক ঝালকাঠির সুগন্ধা, বিষখালীনও হলতা নদীতে রাত ১২ টা থেকে শুরু হবে মৎস্য দপ্তরের অভিযান।


বিজ্ঞাপন


জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং কোষ্টগার্ড টানা ২২ দিনের অভিযানের জন্য সকল প্রস্তুতি নিয়েছে।

নিষেধাজ্ঞা এবং বৈরী আবহাওয়া থাকায় ঝালকাঠির সকল নদীতে ও আগে থেকেই মাছ ধরা নৌযান নোঙর করে রাখছেন জেলেরা। তবে মৌসুমী জেলেদের আনাগোনা দেখাগেছে নলছিটির মাটিভাঙ্গা, সদরের দেউরী ও দিয়াকুল, রাজাপুরের চল্লিশ কাহনীয়া এবং কাঠালিয়ার বিষখালী নদীর কয়েকটি পয়েন্টে।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল কড়া হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকাবস্থায় মৌসুমী জেলে ও বিক্রেতাদের কোনো ছাড় দেয়া হবেনা। ১৭ কিলোমিটার জুড়ে নদীসহ এবার নদী তীরবর্তী স্থল পথেও অভিযান চালনো হবে। দিনে ও রাতে পৃথক ভাবে ৮টি টহল টিম অভিযান পরিচালনা করবে।'

মৎস্য কর্মকর্তা জয়দেব আরও বলেন, 'এই ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় নেওয়া হবে। তাতে যদি মৎস্য অফিসের কেউ জড়িত থাকে তারও বিচার করা হবে।

মৎস্য কর্মকর্তার এই হুসিয়ারি ঘোষনার মধ্যে সিমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে দেখা যাবে এটাই এখন সবার প্রশ্ন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...