Logo Logo

তামিমের নির্বাচন বয়কট নিয়ে যা বললেন বুলবুল


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত এক মাস ধরে এ নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক ও জলঘোলা চললেও শেষ পর্যন্ত ভোটের দিন ঘনিয়ে এসেছে। নির্বাচন থেকে ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন ঢাকার বেশিরভাগ ক্লাবের কাউন্সিলররা, যাদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। অথচ তিনিই বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভেবেছিলেন। নির্বাচনের আগের দিন রোববার বিসিবি কার্যালয়ে উপস্থিত হন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা নির্বাচন বয়কট করেছেন, সেটি তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই এ বিষয়ে বাড়তি মন্তব্যের প্রয়োজন নেই।

বুলবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ক্রীড়া উপদেষ্টা তাকে বিশেষ সহযোগিতা করছেন। এ বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি কখনোই বলিনি যে ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা সহযোগিতা করেছেন। তিনি শুধু চেষ্টা করেছেন যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি শক্তিশালী বোর্ড গঠিত হয়।’ বিসিবিতে প্রায় চার মাস সভাপতির দায়িত্ব পালন করা বুলবুল বলেন, ‘আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হয়েও ক্রিকেটের উন্নয়নে আন্তরিকভাবে ভূমিকা রাখছেন।’ দেশের ক্রিকেটের স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমাকে কাজ চালিয়ে যেতে হবে। যদি কেউ মনে করেন আমি যথেষ্ট যোগ্য নই, তাহলে আমি যেকোনো সময় সরে দাঁড়াতে প্রস্তুত।’

প্রসঙ্গত, এবারের বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুলও। ধারণা করা হচ্ছে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এবং এরপর সভাপতি পদেও লড়বেন। সব মিলিয়ে বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে ক্রিকেটাঙ্গনে এখন চরম উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...