বিজ্ঞাপন
রোববার (১২ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি পঞ্চগড়ে এক রাজনৈতিক অনুষ্ঠানে সারজিস আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াতেই প্রিন্স মাহমুদ এমন মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সারজিস আলম বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।” তাঁর এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এরপর প্রিন্স মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, “স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্কের অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা ও অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এমজি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।”
সংগীতাঙ্গনের এই মন্তব্যে অনেকে একমত হলেও, কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে সমালোচনা করেছেন। এ ঘটনার পর রাজনীতি ও বিনোদন উভয় ক্ষেত্রেই চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মতামত প্রকাশিত হওয়া শুরু হয়েছে, যা সারজিস আলম এবং প্রিন্স মাহমুদকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্ককে আরও জটিল করেছে।
এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সারজিস আলমের মন্তব্য ও প্রিন্স মাহমুদের প্রতিক্রিয়া উভয়কেই গণমাধ্যমে গুরুত্বসহকারে নেওয়া হচ্ছে, যা রাজনৈতিক অঙ্গন এবং বিনোদন দুনিয়ার সংযোগকে প্রমাণ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...