বিজ্ঞাপন
আটককৃত জাহাঙ্গীর আলম উপজেলার পশ্চিম পরকোট গ্রামের দিঘীরপাড় মজুমদার বাড়ির মোরশেদ আলমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) চাটখিল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর শনিবার (২৫ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
থানায় দায়েরকৃত একাধিক মামলার তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, চুরি, চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন।
স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, জাহাঙ্গীর আলমের অত্যাচারে দীর্ঘদিন ধরে তারা অতিষ্ঠ ছিলেন। তার গ্রেফতারের খবর পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং চাটখিল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আসামিকে শনিবার দুপুরে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...