Logo Logo

হাতিয়ায় বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু : ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব


Splash Image

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি নতুন কাঠের সেতু নির্মাণ ও একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। তার এই উদ্যোগে ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের অন্তত ছয় হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।


বিজ্ঞাপন


রোববার (২ নভেম্বর) সকালে সেতু দুটি আনুষ্ঠানিকভাবে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।

নির্মিত কাঠের সেতুগুলোর মধ্যে একটি চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামে নতুন করে তৈরি করা হয়েছে এবং অপরটি আলামিন গ্রামে পুরোনো কাঠের সেতু সংস্কার করা হয়েছে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় ৬০-৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। নতুন সেতুগুলো দিয়ে এখন সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও পণ্যবাহী যান সহজেই চলাচল করতে পারছে। নির্মাণে ইট-সিমেন্টের রডের পিলার এবং কাঠের তক্তা ব্যবহার করা হয়েছে, যা সেতুগুলোকে স্থায়িত্ব ও নিরাপত্তা দিয়েছে।

চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে চানন্দী খালের ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয়রা নানা ভোগান্তিতে ছিলেন। একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে জানান। তিনি তার নিজস্ব অর্থায়নে একটি নতুন কাঠের সেতু নির্মাণ এবং আরেকটি পুরোনো সেতু সংস্কার করেন। এতে প্রায় ছয় হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে।”

চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, “আওয়ামী লীগ আমলে মৌলভী ও আলামিন গ্রাম ছিল অবহেলিত। প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে নারী-পুরুষ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করতেন। বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব এলাকায় আসার সময় এ দুর্ভোগের কথা জানতে পারেন এবং দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা নেন। এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে।”

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “স্থানীয় লোকজন তাদের সমস্যার কথা জানানোর পর আমি ব্যক্তিগত উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করি। এতে মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। আগে বিষয়টি জানলে আরও আগে সেতুটি করে দিতাম। জনগণের কল্যাণে কিছু করতে পারলে সেটাই আমার সন্তুষ্টি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...