Logo Logo

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত


Splash Image

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- সিএনজি চালক শাহ আলম খোকন, সুলতান আহমদ সুমন, কলেজ ছাত্র তানিম হাসান, কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম এবং জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে জেলা শহর মাইজদী থেকে ৫ যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওনা দেয়। পথে সিএনজিটির সামনের এক্সেল ভেঙে যান চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিটিকে চাপা দেয় এবং অনেকদূর এগিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন।

দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে গেছে। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।”

এই ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...