Logo Logo

ভেন্টিলেশন সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র


Splash Image

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটেছে। স্বাস্থ্য সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


সপ্তাহখানেক আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন ৮৭ বছর বয়সী এই অভিনেতা। দীর্ঘদিন আইসিইউতে থাকার পর সোমবার (১০ নভেম্বর) সকালে তার অবস্থার আরও অবনতি হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। বয়স বিবেচনায় নেওয়া হয়ে তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়েছে।

অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। এদিন সকাল থেকেই পরিবারের সদস্যদের বারবার হাসপাতালে যাতায়াত করতে দেখা গেছে। তবে অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে ৩ নভেম্বর ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী বিমানবন্দরে পাপারাজ্জিদের জানিয়েছেন, অভিনেতা ভালো আছেন। সেই সময় তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন।

গত বছর ধরে ধর্মেন্দ্র একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। চলতি বছরে তার চোখের অস্ত্রোপচারও হয়েছে। সেসময় ভক্তদের উদ্দেশ্যে অভিনেতা reassuring ভাষায় বলেছিলেন, “আমি একদম ভালো আছি।”

ধর্মেন্দ্রকে নিয়ে এই খবর সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...