ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
ড. আসিফ নজরুল জানান, “গণভোট আইন আমরা খুব দ্রুত প্রণয়ন করতে যাচ্ছি। আশা করি এই সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন হবে। ধরুন, আগামী তিন বা চার কার্যদিবসের মধ্যে আইনটি কার্যকর হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার্থে পৃথক সুপ্রীম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছে, যার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব কার্যক্রম তদারকি করবে, ফলে সরকার কোনোভাবেই তাদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। সচিবালয় কার্যকর হওয়ার পর এই ব্যবস্থা কার্যকর হবে।”
অন্তর্বর্তী সরকার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান ড. আসিফ।
তিনি বলেন, “শেখ হাসিনা ও কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহায়তায় ভারতের প্রতি চিঠি পাঠানো হচ্ছে। ভারতের উচিত দ্রুত তাদের ফেরত দেওয়া এবং বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...