ছবি: ভিডিও থেকে নেয়া।
বিজ্ঞাপন
চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর সাগরে হঠাৎ জাহাজটির দুই পাশ থেকে দল বেঁধে লাফাতে শুরু করে ছোট ইলিশ। মুহূর্তেই ইলিশগুলো জাহাজের ডেকে উঠে ছোটাছুটি করতে থাকলে নাবিকরা হতবাক হয়ে পড়েন।
জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন এ দৃশ্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জাহাজের ডেকে কয়েক ডজন ইলিশ ছটফট করছে, আর নাবিকরা বিস্মিত চোখে সেগুলো সংগ্রহ করছেন।
প্রকৌশলী রবিউল হোসেন বলেন, “এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি। হঠাৎ দুই পাশ থেকে ছোট ইলিশ ডেকে লাফিয়ে পড়তে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই প্রায় তিন মণ ইলিশ আমরা কুড়িয়ে পাই। আরও অনেক ইলিশ সাগরে পড়ে গিয়ে হারিয়ে যায়।”
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে। সেদিন জাহাজটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে আসছিল।
অভিজ্ঞ নাবিকদের ভাষ্য, জোয়ার-ভাটার ধাক্কা, সাগরে শিকারি মাছের তাড়া বা পানির নিচে তীব্র স্রোতের কারণে কখনও কখনও মাছ পৃষ্ঠে উঠে আসে। তবে এত বড় সংখ্যায় ইলিশ লাফিয়ে জাহাজে ওঠার ঘটনা বিরল বলেই তারা উল্লেখ করেছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন ‘সাগরের উপহার’, কেউ বা বিস্ময় প্রকাশ করছেন প্রকৃতির এমন অদ্ভুত আচরণে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...