বিজ্ঞাপন
রোববার (৩০ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। সভায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য দেন চাটখিল পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক ও জেএসডির কেন্দ্রীয় নেতা ও সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক মো. বেল্লাল হোসাইন নাঈম, সিরাজুল ইসলাম হাসান, আনোয়ারুল আজিমসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বিগত বন্যায় চাটখিলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, সরকারি হাসপাতালের সংকট, চাটখিল থানার কাঠামোগত সমস্যা ও যানবাহনের ঘাটতিসহ নানা ইস্যু জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম চাটখিলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি চাটখিলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...