বিজ্ঞাপন
সংগঠনের নেতারা জানান, পিরোজপুরের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেকেই বিশ্ববিদ্যালয়মুখী হচ্ছে না। এই পিছিয়ে পড়াকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিয়ে বলেশ্বর জেলা সদরের পাশাপাশি নাজিরপুর, ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবড়িয়া ও কাউখালী উপজেলার ১০টি কলেজে সফলভাবে সেমিনার আয়োজন করেছে। ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন করে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখাতে কাজ করছে সংগঠনটি।
এই উদ্যোগে নেতৃত্ব দেন ঢাকা, জগন্নাথ, বরিশাল, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনিম আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাতেমা আফরিন রূপা, কামরুজ্জামান সিয়াম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রবিউল ইসলাম, শাহরিয়ার মিম, মো. রিমন সেখ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রায়হান খান সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুস সালাম, মো. মাইনুল ইসলাম নবীন, এইচ এম সজিব, আব্দুল্লাহ আল ফাহাদ, আনজির আবদুল্লাহ, আরিফ বিন মুজিব, হাসানুল বান্নাহ মুবিন, চাঁদনী ইসলাম, শ্রেয়া সমাদ্দর, শাহরিয়ার খান স্বপ্নিল, জাহিদুল ইসলাম, আবদুর রহিম, নেসার উদ্দিন জিহাদ, নাবিলা তাসনিম, আদুরি বিশ্বাস, হাওলাদার মোহাম্মদ নয়ন, সাব্বির হোসেন, অতশী, জি এম শাফিসহ আরও অনেকে।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে ‘সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক’ আখ্যা দিয়েছেন। তাদের মতে, নিয়মিত এমন আয়োজন নতুন প্রজন্মকে ভবিষ্যতের পথচলায় আরও সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ওমর ফারুক বলেন, “আমাদের জেলা শিক্ষায় এগিয়ে থাকলেও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে অনেকেই জানেন না। ‘বলেশ্বর’ সেই সুযোগগুলো তুলে ধরে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাচ্ছে। আমাদের বিশ্বাস, এই সেমিনারগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে সহায়ক হবে।”
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন বলেন, “উচ্চশিক্ষায় পিরোজপুরের পিছিয়ে থাকা দূর করতেই আমাদের এই প্রচেষ্টা। ইতোমধ্যে আমরা ১০টি কলেজে সেমিনার করেছি। এই উদ্যোগ অব্যাহত রেখে জেলার তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সংশ্লিষ্টরা আশা করছেন, বলেশ্বরের এ ধারাবাহিক ক্যাম্পেইন শুধু শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করবে না, বরং পিরোজপুরের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকেও আরও এক ধাপ এগিয়ে নেবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...