Logo Logo

মেসির ভারত সফরে চরম অব্যবস্থাপনা, আয়োজক আটক


Splash Image

ছবি: সংগৃহীত।।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিনেই অব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা; ঘটনায় আয়োজক আটক, এফআইআর প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তিন দিনের সফরে ভারতে এসে প্রথম দিনেই চরম বিশৃঙ্খলার মুখে পড়েছেন। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অব্যবস্থাপনার কারণে গ্যালারিভর্তি দর্শকরা মেসি ছাড়াও রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজকে ঠিকভাবে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।

এ সময় স্টেডিয়ামের আসন ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা এবং দর্শকদের মাঠে ঢুকে পড়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং ক্ষুব্ধ দর্শকদের রোষের মুখে অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে আটক করে কলকাতা পুলিশ।

এ ঘটনায় কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম জানিয়েছেন, সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কোন কোন ধারায় মামলা হবে তা বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং প্রধান উদ্যোক্তাকে ইতোমধ্যেই আটক করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...