Logo Logo

সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে অব্যবস্থাপনা, ক্ষমা চাইলেন মমতা


Splash Image

ছবি: সংগৃহীত।।

তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেসি। তবে সেখানে চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা।


বিজ্ঞাপন


বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি তিন দিনের সফরে ভারতে এসে প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন। তবে এই অনুষ্ঠানকে ঘিরে চরম অব্যবস্থাপনার অভিযোগ ওঠে, যার ফলে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত দর্শকরা। টিকিট, প্রবেশব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে বহু ক্রীড়াপ্রেমী ভোগান্তির শিকার হন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া অব্যবস্থাপনায় তিনি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।

মুখ্যমন্ত্রী বলেন, হাজার হাজার ক্রীড়াপ্রেমীর সঙ্গে তিনিও মেসির এক ঝলক দেখার উদ্দেশ্যে স্টেডিয়ামে যাচ্ছিলেন। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সকল ক্রীড়াপ্রেমী ও ভক্তদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি, ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...