ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
পাঁচটি ভিন্ন দামে ৫০ থেকে ৭৫০ ডলারের মধ্যে এই ঘাস বিক্রি করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার থেকে ৯১ হাজার টাকারও বেশি। বর্তমানে প্রি-অর্ডার নিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত চেজ স্টেডিয়াম ২০২৬ সালে পরিত্যক্ত হবে, কারণ ইন্টার মায়ামি তখন নতুন করে নির্মিত ‘মায়ামি ফ্রিডম পার্কে’ চলে যাবে।
ক্লাবটির প্রথম এমএলএস মৌসুম (২০২০) থেকে শুরু করে লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে অভিষেক এবং চলতি মাসে এমএলএস কাপ জয়ের মতো ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম। তাই স্মৃতি ধরে রাখতে ভক্তদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০ ডলারের দুটি কী-চেইন বাজারে আনা হচ্ছে, আর প্রিমিয়াম পর্যায়ে রয়েছে ২০০, ৩৫০ ও ৭৫০ ডলারের তিনটি বক্স সংস্করণ, যেখানে অ্যাক্রিলিক কিউব, সোনায় খোদাই করা ধাতব টিকিট ও বিলাসবহুল ফিনিশিংসহ আসল ঘাস সংরক্ষিত থাকবে। ‘গ্র্যান লাক্স’ ও ‘আলট্রা বক্স’ সংস্করণে লিওনেল মেসি, রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজের ব্যাকগ্রাউন্ড ছবিও যুক্ত থাকবে। প্রি-অর্ডার করা কী-চেইন জানুয়ারিতে এবং বক্স সংস্করণের পণ্য মার্চ মাসে সরবরাহ করা হবে বলে জানিয়েছে ইন্টার মায়ামি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...