Logo Logo

জকসুতে ছাত্রদলের ভিপিকে সমর্থন জানিয়ে, সরে দাঁড়ালেন তিন স্বতন্ত্র ভিপি প্রার্থী


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, আবাসন সংকট নিরসন এবং নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ইশতেহার পাঠ করেন।

পরবর্তীতে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে ইশতেহারের বিভিন্ন দফা উপস্থাপন করেন।ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত এই প্যানেলের ১৩ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো— গণতান্ত্রিক ও সুরক্ষিত ক্যাম্পাস নিশ্চিতকরণ;

আবাসন সংকটের স্বল্প ও দীর্ঘমেয়াদি সমাধান;

মূল ক্যাম্পাসের অবকাঠামোগত সংস্কার, সম্প্রসারণ, আধুনিকায়ন এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুত সমাপ্তি;

পরিবহন ও যাতায়াত ব্যবস্থার মানোন্নয়ন;

স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ;

মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবীমা;

শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন;

হয়রানি মুক্ত ও দ্রুত প্রশাসনিক সেবা;

কর্মসংস্থান সৃষ্টি, ক্যারিয়ার উন্নয়ন ও নেটওয়ার্কিং;

ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ;

নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা;

বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন;

আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ।

সংবাদ সম্মেলনে উল্লেখযোগ্য আরেক ঘটনা ঘটে যখন তিন স্বতন্ত্র ভিপি প্রার্থী— চন্দন কুমার দাস, রাকিব হাসান ও মাশরুফ আহম্মেদ— নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং একেএম রাকিবকে পূর্ণ সমর্থন জানান। তারা বলেন, “জবিয়ানদের অধিকার রক্ষার এই লড়াইয়ে আজ অনৈক্যের কোনো স্থান নেই। বৃহত্তর স্বার্থে এবং একটি শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্যে আমরা প্রার্থিতা প্রত্যাহার করছি।”সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন। এই ঐক্যের ফলে ছাত্রদল সমর্থিত প্যানেলটি নির্বাচনে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাল বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...