Logo Logo

ববিতে ছাত্রদল কর্মীর দাপট: বালু ফেলা নিয়ে ঠিকাদারকে মারধর ও প্রাণনাশের হুমকি


Splash Image

জমিতে বালু ফেলা নিয়ে দ্বন্দ্বে ঠিকাদারের কাজে বাঁধা, মারধর এবং হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের কর্মী আশরাফুল হক মোল্লার বিরুদ্ধে । অভিযুক্ত আশরাফুল মোল্লা সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী।


বিজ্ঞাপন


গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর রূপাতলীর মুক্তিযোদ্ধা সড়ক (দপদপিয়া সেতু টোল সংলগ্ন) এলাকায় আনোয়ার হোসেনের মুদি দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঠিকাদার মো. আনোয়ার হোসেন ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

‎‎এছাড়াও মুক্তিযোদ্ধা সড়কে আরেকটি দোকানি মহিলার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আশরাফুল মোল্লার বিরুদ্ধে। স্থানীয়সূত্রে জানা গেছে, আশরাফুল মোল্লা ছাত্রদল পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

‎প্রত্যাক্ষাদর্শীরা বলেন, মঙ্গলবার রাতে ছাত্রদলকর্মী আশরাফুল মোল্লা বালু সরবরাহকারী ঠিকাদার আনোয়ারকে তার দোকান থেকে ডেকে বাইরে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফুল তাকে শারীরিক লাঞ্ছনা করেন এবং গালিগালাজ করেন। এ সময় আনোয়ার বাধা দিলে দোকানপাট ভাঙচুর ও তাকে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান তারা।

‎এলাকার বাসিন্দা হান্নান বলেন, আমার ভাইয়ের একটা প্লটে বালু ভরাটের জন্য কথাবার্তা বলি আনোয়ারের সাথে পরে আশরাফুল মোল্লা বালু ভরাট করে দিতে পারবে বলে জানায়। পরে জেনেছি তাদের দুজনের মধ্য বিষয়টি নিয়ে বাকবিতন্ডা হয়েছে।

‎ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, রূপাতলি এলাকায় বালু ফেলার জন্য তিনি কিছু প্লট (জমি) প্রস্তুত করে পাইপ বসিয়েছেন। কিন্তু ববি ছাত্রদলকর্মী আশরাফুল মোল্লা জমিগুলোতে নিজে বালু ফেলবে বলে বাধা দেয়। মঙ্গলবার রাত ৯টার দিকে আশরাফুল আমার দোকানে এসে বাইরে ডেকে নিয়ে আমাকে জমিতে বালু ফেলতে নিষেধ করে। আমি এর প্রতিবাদ করলে সে আমাকে ধাক্কাধাক্কি করে ও মারে। এরপরেও যদি আমি জমিতে বালু ফেলি তাহলে আমাকে পরবর্তী মারপিট ও দোকানপাট ভাংচুর করার হুমকি দেয় আশরাফুল মোল্লা।

‎বিশ্ববিদ্যালয় ছাত্রদলকর্মী আশরাফুল হক মোল্লার কাছে এবিষয়ে জানতে চাইলে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও আমাকে নিয়ে গালি দিয়ে কথা বলায় আমি আনোয়ারকে বাধা দেয়। এসময় আমি কিছুটা উত্তেজিত হয়ে তাকে ধাক্কা দেয় যেটা আমার ভুল হয়েছে। তবে তাকে মারধর করা ও হুমকি ধামকির বিষয়টি সঠিক নয় বলে জানান আশরাফুল মোল্লা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...