Logo Logo

কোরবানির পশুরহাটে কৃষকের মৃত্যু


Splash Image

নোয়াখালীর সেনবাগে কোরবানির পশুরহাটে স্ট্রোক করে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারের পশুরহাটে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম জাকার উল্লাহ (৫০)। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশরাদ মিয়াজি বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, জাকার উল্লাহ দুপুরে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা থেকে দুটি ছাগল নিয়ে ফকিরহাট বাজারের কোরবানির পশুরহাটে আসেন। তিনি একটি ছাগল বিক্রি করেন এবং দ্বিতীয় ছাগলটির দাম চূড়ান্ত করার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মারা যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“বিষয়টি আমরা শুনেছি। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।” এই দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

-গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...